সুপার কাপ জয়ের স্বপ্ন দেখছেন মোহনবাগান
মোহনবাগানের আই লিগ জয় সম্ভব হয় নি। তার এবারের লক্ষ সুপার কাপ জয়। স্বপ্ন দেখছে সবুজ মেরুন ফুটবলাররা। আজ থেকে তারা অনুশীল শুরু করে দিয়েছে কিন্তু মোগরবি ও ক্যামেরুন ওয়াটসন আজ আসেন নি। দুই ফুটবলার দেশে ফিরে গেছেন। ভুবনেশ্বরে সুপার কাপের প্রথম ম্যাচে, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে তাদের খেলা। আই লিগে দু'বার চার্চিলের বিরুদ্ধে জয় পেয়েছে মোহন বাগান। কিন্তু তা সত্বেও চার্চিলকে সমীহ করছেন শঙ্করলাল।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments