কে সত্যজিৎ? সচিবের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সমর্থক মহলে | আগামী রবিবার গন বিক্ষোভ কর্মসূচি বাগান প্রেমীদের


কে সত্যজিৎ? সাথে আরও প্রশ্ন তিন জন বিদেশীকে নিলেই তো হতো,  কিন্তু ২৫ জন প্লেয়ারকে কোন যুক্তিতে সই করানো হলো,   দলের প্রভাবশালী কর্তা মহেশ টেকরিওয়ালকে সচিব অঞ্জন মিত্রর সরাসরি এই অযৌক্তিক প্রশ্নর জবাবেই মহেশ বাবুর পদত্যাগ, আজ সকালে সংবাদ প্রতিদিনে এই খবর প্রকাশিত হবার পরে ক্ষোভে ফেটে পরে আপামর মোহন বাগান প্রেমি, সোশ্যাল নেটওয়ার্কে একের পর এক আছড়ে পড়ছে অঞ্জন বিরোধী পোষ্ট এবং পোস্টার।

ইতিমধ্যে কট্টর মোহন বাগান সমর্থক সুশান্ত বর আগামী রবিবার ক্লাব গেটে দুপুর ২ টো থেকে অঞ্জন মিত্র বিরোধী  বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। সব মিলিয়ে দলবদলের প্রাক্কালে অঞ্জন মিত্রকে ঘিরে উথাল পাথাল অবস্থা সবুজ মেরুন শিবিরে

কিন্তু এতো করেও কি চেয়ারলোভী অঞ্জন বাবুকে গদিচ্যুত করা যাবে? সে ক্ষেত্রে একমাত্র উপায় ইলেকশন, দেখাযাক  গঙ্গার জল কোন পথে যায় আর গঙ্গাপারের ক্লাবের পরিস্থিতিও কোন পথে এগোয়। মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন - জয় মোহন বাগান

ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.