তাহলে কি এই বছর মোহন বাগান সনিহীন?
বজ্রাঘাত সবুজ মেরুনে, আসন্ন মরসুমে বাগানের প্রাণ ভোমরা সনি নর্ডিকে দেখতে পাওয়া যাবে না মোহন বাগানে, বড় আদর করে সবুজ মেরুন সমর্থকরা তাঁকে ম্যাজিসিয়ান বলে ডাকেন, কিন্তু সচিব বনাম বাকি শীর্ষ কর্তাদের পদ দখলের লড়াই এর মাঝে হাইতিয়ান তারকার সাথে কেউ যোগাযোগই করেন নি এই রকমই মন্তব্য আজকের আনন্দবাজারের (ক্লিক করে আর্টিকেলটি দেখে নিতে পারেন)
আনন্দবাজারের এই আর্টিকেল সূত্রে আরও জানা যাচ্ছে সচিব অঞ্জন বাবু খোলাখুলি বলে দিয়েছেন বকেয়া দেনা মিটিয়ে সনির দাবী অনুযায়ী টাকা দিয়ে সনিকে ফের ফিরিয়ে আনাটা কার্যত অসম্ভব, যদি টাকার জোগাড় হয় তাহলে পরবর্তী পরিস্থিতিতে ফের সনির কথা ভাবা যেতে পারে, কিন্তু ওনার বডি ল্যাংগুয়েজে পরিস্কার সনি আসছেন না
ইতিমধ্যে সনির প্রতি আগ্রহ দেখিয়েছেন এটিকে সহ একাধিক দল, মোহনবাগানের তরফ থেকে কোন সারা না পেয়ে সনিও প্রাথমিক ভাবে আইএসএল এর দল গুলির সাথে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছেন।
অতএব এটা ধরে নেওয়া যেতেই পারে মাঝমরসুম থেকে চোট পেয়ে সনির চলে যাবার সময় মোহন বাগান কর্তা ও সমর্থকরা মিলে সনিকে যে আবেগঘন বিদায় সম্বর্ধনা দিয়েছিলেন, সেটাই কার্যত সনির ফেয়ারওয়েল পার্টিতে পরিণত হতে চলেছে।
আমরা আশা করবো ক্লাবের এই ডামাডোল খুব শীঘ্রই মিটে যাবে এবং সনিকে আবার মোহন বাগানেই ফের খেলতে দেখা যাবে।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments