ক্লাবে চলছে অচলাবস্থা | উদ্বিগ্ন সমর্থকরা আলোচনা সভার ডাক দিলেন
শিয়রে দলবদল, পুরনো বছরের পাহাড় প্রমান বকেয়া, কিন্তু দলের শীর্ষকর্তাদের মধ্যে প্রবল চাপানউতর, এমতাবস্থায় দিশেহারা মোহন বাগান সমর্থকরা সরাসরি একে অন্যের মত জানার জন্য এক আলোচনা সভার ডাক দিলেন। উদ্দেশ্য একটাই, এই অস্থির পরিস্থিতিতে কিভাবে দিশাহীন পাল তোলা নৌকাকে ফের সঠিক পথ দেখানো যায়।
আলোচনা সভায় উপস্থিত থাকবেন ছোট বড় বয়োজ্যেষ্ঠ সব ধরনের মোহন বাগান সমর্থক ও সদস্যবৃন্দ
আমাদের আশা এই আলোচনা সভা থেকে হয়তো এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যা এই অস্থির পরিস্থিতিকে সামাল দিতে পারে।
সকল মোহন বাগান প্রেমীদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আগামিকাল, ২৯/০৪/২০১৮ রবিবার বিকেল ৩ ঘটিকায় মোহনবাগান গ্যালারিতে হতে চলা এই আলোচনা সভায় আসুন এবং নিজেদের মন্তব্য ও মতামত জানান, যাতে আমাদের মাতৃসম ক্লাবের ভালো হয়।
মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, লাইক করুন আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/AmraaMohunBagani/
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments